এক।। দুই।। সাতানব্বুই সনের উপন্যাস দি গড অব স্মল থিংস। গুরুত্বপূর্ণ বই। নানাভাবেই গুরত্বপূর্ণ। তবে নারীবাদী জায়গাটা প্রকট বলা যায় সন্দেহ ছাড়াই।কালচারাল স্ট্রাগলের জায়গাটাও আসছে ভালোমতোই। দি গড অব স্মল থিংসে বয়ানের নারীবাদী ধারাখানি স্পষ্ট হয় মূলত বিভিন্ন সাংস্কৃতিক লোকেশনগুলোতেই।…
এলে যেটা দেখায়, এইটার যিনি সেন্ট্রাল ক্যারেক্টার তিনি ধর্ষিত হন। একবার না কয়েকবারই ধর্ষিত হন। মানে কোন কেইস ফাইল তিনি করতে চাননাই; ফলে দেখা যাইতেছে মাঝে মাঝেই তিনি ধর্ষিত হইতেছিলেন। কেস ফাইল করার চাইতে যেন তার কৌতহলটাই বেশি এইটা জানা…