যেকোনো লেখক/কবিকে একেক যুগ একেকভাবে পাঠ করতে পারে। পাঠের নতুন নতুন ধরন ওই যুগের লেখাপত্রের ভাবধারাকেও পরিবর্তন করতে পারে। দস্তয়েভস্কি কিংবা তলস্তয়, জয়েস কিংবা উলফ অথবা কাফকা বা জীবনানন্দ- এরা বারবার আবিষ্কৃত হয়। তো, আমার এই লেখা মূলত জীবনান্দকে পাঠ…
লাতিন আমেরিকান লেখক হইলেও পাজ নিজেরে সরাসরি রাজনীতির থেকে দূরে রাখতেন। নিজেরে পাবলো নেরুদাদের মতো স্টেটসম্যান টাইপের কবি মনে করতেন না। নিজেরে কইতেন প্রান্তে দাড়ায়ে থাকা একজন সোশ্যাল আর পলিটিক্যাল ক্রিটিক। এইটা খুব মজার যে, পলিটিক্সে একজন লেখক কেমনে জড়াবে…
আজকে (সেপ্টেম্বর ৯) তলস্তয়ের জন্মদিন। তলস্তয়ের সাথে আমার বসবাস মোটামুটি অনেকদিনেরই। আমার পছন্দের লেখক অনেকেই আছেন। তবে কারো কারো প্রতি আমি একটু বেশি মনের টান ফিল করি। এই আলাদা দরদের লেখকদের মধ্যে তলস্তয়ও আছেন। কইতে গেলে আমার ক্লাসিক পড়া শুরু…