২০০৩-০৪ সালে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্র। নৃবিজ্ঞান বিভাগে। তৃতীয় বর্ষে ১০০ নম্বরের বাধ্যতামূলক গবেষণা ছিলো। আমার গবেষণার বিষয় ছিলো ‘বাংলা ভাষার আধুনিকায়ন’। বিষয় আমার-ই ঠিক করা। বিভাগ থেকে অনুমোদন নিতে হয়। এবং গবেষণায় একজন সুপারভাইজর থাকেন। রেওয়াজ ছিলো…
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণা হয়, এতে পয়দা হওয়া থিসিস পেপারগুলি স্টাডি করলে একাডেমির লেখাপড়ার ধরন সম্পর্কে একটা অনুমান করা যায়। কিন্তু এগুলি সাধারণত অপ্রকাশিত থাকে, কারণ অবশ্য বোঝা শক্ত।
বাছবিচারে এ ধরনের কিছু গবেষণাপত্র পাবলিশ করা হবে; আশা করবো, এগুলির মাধ্যমে স্টুডেন্টরা একাডেমিক গবেষণার রীতি-নীতি বুঝতে পারবেন, বা একাডেমির বাইরের চিন্তক, বুদ্ধিজীবীরা একাডেমি সম্পর্কে আরো পরিষ্কার ধারনার দিকে যাইতে পারবেন।…
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণা হয়, এতে পয়দা হওয়া থিসিস পেপারগুলি স্টাডি করলে একাডেমির লেখাপড়ার ধরন সম্পর্কে একটা অনুমান করা যায়। কিন্তু এগুলি সাধারণত অপ্রকাশিত থাকে, কারণ অবশ্য বোঝা শক্ত।
বাছবিচারে এ ধরনের কিছু গবেষণাপত্র পাবলিশ করা হবে; আশা করবো, এগুলির মাধ্যমে স্টুডেন্টরা একাডেমিক গবেষণার রীতি-নীতি বুঝতে পারবেন, বা একাডেমির বাইরের চিন্তক, বুদ্ধিজীবীরা একাডেমি সম্পর্কে আরো পরিষ্কার ধারনার দিকে যাইতে পারবেন।–রক মনু…