কোহেনের কবিতা

লিওনার্দ কোহেনরে আমরা গায়ক হিসাবেই চিনি, যিনি সুন্দর লিরিকসও লিখছেন। কিন্তু উনি নভেলও লিখছিলেন, কবিতাও। বেশ কয়েকটা কবিতার বই আছে উনার। কবিতাতে উনি উনার গানের লিরিকসের চাইতে আরো অনেক বেশি ওয়াইল্ড, প্যাশোনেটের পাশাপাশি। একটা মুচকি মুচিক হাসির কিছু ঘটনাও আছে।…