এখন না স্ক্রীণশট (মেসেঞ্জার, ভাইবার বা হোয়াটসঅ্যাপে’র) দিয়া সিক্রেট জিনিস’রে পাবলিক করার একটা তরিকা বাইর হইছে, কিন্তু তারপরও, কেচ্ছা-কাহিনি জিনিসটা তার ভিজিবিলিটি’র উপরই বেইজ করে না। বরং বলা’টা অনেকটা একতরফা টাইপের ব্যাপার; পাবলিকলি, প্রাইভেটলি বা সিক্রেটলিই ঘটুক। আর এই ঘটনাগুলি…
পার্ট ১ ।। —————————————————- এই টেক্সটগুলি আবুল জাফর শামসুদ্দীনের কলকাতা থাকার টাইমের, বিফোর পাকিস্তান পিরিয়ড। নিউ স্কীম মাদ্রাসা থিকা পাশ কইরা কলেজে ভর্তি হওয়ার পরে পড়াশোনা কনটিনিউ করেন নাই উনি। চিটাগাংয়ে গিয়া রেলওয়েতে চাকরি নেয়ার ট্রাই করছিলেন, পারেন নাই। কলকাতা…
‘ছন্দ’ কাজী নজরুল ইসলামের কবিতারে কিশোর বানায়া ফেলছে। অথবা উনার কিশোর-মন (মানে ধইরাই নিতেছি মন বইলা একটাকিছু আছে বা থাকতে পারে শরীরের ভিতরে) ছন্দের শরীরে যে কমর্ফোটটা পাইছে সেইটা ছাড়তে আর রাজি হইতে পারে নাই, কোনসময়েই। এইটা কনটেম্পরারি থাকতে চাওয়ার একটা…